লেখক
ভগীরথ মিশ্র

ভগীরথ মিশ্র

শেয়ার করুন

ভগীরথ মিশ্রের জন্ম ১৯৪৭ সালে। তিনি ভূগােল বিষয়ে স্নাতােকত্তর ডিগ্রীর অধিকারী। পেশায় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস-এ এক্সিকিউটিভ পদে বহাল ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তাঁর উল্লেখযোেগ্য সাহিত্যসৃষ্টির মধ্যে প্রায় বারােটি উপন্যাস, ২০০-র বেশি ছােটগল্প, সরস রম্যরচনা সংকলন, বেশ কয়েকটি একাংক নাটক এবং বনসাইসংক্রান্ত ১টি মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। লেখকের বিশেষ উল্লেখযােগ্য উপন্যাসগুলি যথাক্রমে তস্কর, আড়কাঠি, চারণভূমি, জানগুরু, মৃগয়া উপন্যাসের পাঁচটি খণ্ড, শিকলনামা, ফাঁসবদল, অমানুষনামা, ঐন্দ্রজালিক, আরশিচরিত। তার সাহিত্যকৃতির জন্য তিনি বঙ্কিম পুরস্কার, সমরেশ বসু পুরস্কার, তারাশঙ্কর। পুরস্কার, সর্বভারতীয় কথা-পুরস্কার, সােপান পুরস্কার, গল্পমেলা পুরস্কার ও যাজন পুরস্কারে ভূষিত হয়েছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান