বইয়ের ফ্ল্যাপের লেখা
ছদ্মবেশী যুবক শুভ। মেধাবী তার সমস্ত যােগ্যতা ঢাকা পড়ে যায় অর্থ ও ভালবাসার অভাবে। জীবন চোরাবালিতে হাঁটতে হাঁটতে একসময় উজ্জ্বল তরুণী বৃষ্টির প্রেমজাল তাকে আটকে ফেলে। বৃষ্টি তার সহস্যময় প্রেমিককে নিয়ে প্রতিমুহূর্তেই কৌতহলী হয়ে উঠে। তবে আসল রহস্য ভেদ করার আগেই দুর্জন ছিটকে পড়ে। একজন অন্ধকারে অন্যজন আলােয়। একজন ব্যর্থ আরেকজন সফল। শুধুই প্রেমের হারজিত নয়‘অন্ধকারে দাড়িয়ে’ উপন্যাসে তুলে ধরা হয়েছে। সামাজিক নানা অসঙ্গতির নির্মম কিছু সত্যকে ভালবাসা নাকী অর্থ বড়? এই প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করা হয়েছে।