“কাছের ক্রিকেট দূরের ক্রিকেট” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
প্রথম টেস্ট, টেস্টে প্রথম ড্র, প্রথম টেস্ট জয়… চিরদিনই এসব প্রথম হয়ে থাকবে। থাকবে ইতিহাস হয়েও। | বাংলাদেশের সেই টেস্ট ইতিহাসই ধরা রয়েছে এই বইয়ের দুই মলাটের মধ্যে। সেটিই কি সব? এটি তাে ব্যতিক্রমী এই বইয়ের ছােট্ট একটা অংশ। এর সীমানা ছড়িয়ে আরও অনেক দূর। এতে ক্রিকেট ইতিহাস আছে, সেই ইতিহাসের কুশীলবদের চরিত্রচিত্রণ আছে, আছে তাদের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতার বর্ণনাও। বাংলাদেশ দিয়ে শুরু হলেও বাংলাদেশেই শেষ নয়, এই বই আন্তর্জাতিক ক্রিকেটেরও আয়না। হাবিবুল বাশার-মােহাম্মদ রফিকরা যেমন আছেন এতে, তেমনি আছেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, রিকি পন্টিং, ইনজামাম-উল হকরাও। কখনাে উঁকি দিয়ে গেছেন ডর জি গ্রেস; বাদ থাকেননি ডন ব্র্যাডম্যান, জিম লেকাররাও। খেলার পাশাপাশি খেলার মাঠের বাইরের বিস্তীর্ণ জগৎও উঠে এসেছে। লেখকের আশ্চর্য স্বাদু বর্ণনায় এই বই। পড়ার পর কখনাে না-গিয়েও যদি ওয়েস্ট | ইন্ডিজ ঘুরে এসেছেন বলে মনে হয়, বিস্মিত হবেন না। এমনই হওয়ার কথা।