বাংলাদেশের মনন-ভুবনে ‘সংস্কৃতি’ শব্দটির সঙ্গে মোতাহের হোসেন চৌধুরী নামটি ওতপ্রোতভাবে জড়িত। এটি সম্ভবত এই কারণে যে, তিনি সংস্কৃতি-কথা নামে বই লিখেছেন এবং সংস্কৃতির এমন একটি সংজ্ঞা দিয়েছেন যা আমাদের চৈতন্যে স্থান করে নিয়েছে। ‘সংস্কৃতি’ বাংলাদেশের মননচর্চার একটি সুপরিচিতি প্রসঙ্গ। আর মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতিবিষয়ক চিন্তার তাৎপর্য ও মহিমা অনস্বীকার্য। মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি-সাধনার অর্থ হলো মানুষের নিজের সাধনুঅসভ্য মানুষের সুসভ্য মানুষরূপে পরিণত হওয়ার সাধনা। এ বইটিতে এই মহান সাধকের জীবন, চিন্তা আর অবদানের মূল্যায়ন করা হয়েছে।