“মাওলানা ভাসানী” বইয়ের সংক্ষিপ্ত কথা:
মাওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ফেব্রুয়ারিতে পাবনায়। পরিবারের সবাইকে একে এক হরিয়ে বাড়ি ত্যাগ করেন। পরে তিনি নাসির উদ্দিনশাহ বোগদাদীর সহযোগিতায় ভারতের আসামে পড়ালেখা করেন। তখনই এই মহান নেতা ইংরেজ বিরোধী আন্দোলনে যোগদান করেন। পর্যায় ক্রমে তিনি অনেক সামাজিক এবং রাষ্ট্রীয় নানা কাজে নিজেকে জড়িয়ে ফেলেন, গড়ে তোলেন নানা ধরনের সামাজিক আন্দোলন, এর মধ্যে প্রধানতম আন্দোলন হলো কৃষকদের পক্ষে জমিদারদের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন। দেশের রাজনীতিতে তার রয়েছে বিশাল অবদান। তিনি বিশ শতকের অন্যতম রাজনীতিবিদ। ৭৫ বছরের অধিক কাল ধরে তিনি মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। তিনি সাধারন মানুষের হৃদয় জয় করেছেন কার মানবতা এবং নিষ্ঠা দিয়ে। বাংলা যতদিন পৃথিবীর বুকে থাকবে, তত দিন তাকে মানুষ স্বরণ করবে। তিনি ১৯৪৭, ১৯৭১ সালে দেশ প্রতিষ্ঠায় অসামন্য অবদান রাখেন। তিনিই সর্বপ্রথম স্বাধীনতার স্বপক্ষে ঈঙ্গিত দিয়ে কথা বলেন। ১৯৫৭ সালে পশ্চিমা শাসকদের সালাম দিয়ে বিচ্ছিন্নতার ঘোষনা প্রদান করেন। এই মহান নেতা ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি নিজের জন্য কিছুই না করে দেশ ও মানবতার জন্য অনেক দিয়েছেন।