উদিতি মূলতঃ একটি ভ্রমণ কাহিনী ভিত্তিক কিশোর উপন্যাস। কিশোর বয়েসী তিনজন ছেলে-মেয়ের দেশ ভ্রমণের দূর্বিনীত মনোবাঞ্চা খুবই যত্নের সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসের প্রায় প্রতিটি স্তরে। ঐশ্বর্য আর প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠা ‘উদিতি’র সৌন্দর্য পিপপসু মনকে কোন এক সময়ে স্পর্শ করে কষ্ট আর দৈন্যতা ভরা সাধারণ মুনুষের জীবনও। ওরা অনুভব করে জীবনের বিচিত্রতা। আর তাতে সঞ্জীবিত প্রাণ ওদের ধেয়ে নিয়ে যেতে চায় যেন অন্য কোন নিসর্গের সন্ধানে – সমগ্র বিশ্বচরাচরে।