ফ্ল্যাপে লেখা কিছু কথা
পরব্রাজক হবার স্বপ্ন দেখার শখ কখনো হয়নি, বলা যায় ভাগ্যগুণে হঠাৎই দেশ দেখার সৌভাগ্য হয়েছিল। আর এভাবে ইউরোপ, আমেরিকা, ক্যানাডা এবং বহুবার ভারত দেখার সুযোগ আসে। এই অনেকবার ভারত ভ্রমণের ফলেই প্রথম ভ্রমণকাহিনী কলকাতা থেকে কন্যাকুমারীর জন্ম।প্রায় পঁচিশ বছর আগে কানাডাতে বছর দুয়েক বসবাস করার সুযোগ হয়।তারপর আরো দু-তিনবার যাতায়াত করার ফলে অতীত স্মৃতি রোমস্থনের কারণেই রচিত হয় এই দ্বিতীয় ভ্রমণগ্রন্থ হাজার দ্বীপের দেশে।একটি দেশকে সবটুকু জানার বা বোঝার দাবি নিয়ে নয়;হারিয়ে যাওয়া ছায়াময় সময়ের পরবেশ, প্রকৃতি,পরিচিত কয়েকটি পরিবার, কিছু মনে রাখার মতো মানুষ, সেইসব চেনা, একটু চেনা মানুষের সুখ-দুঃখের কথা বেলাশেষের ম্লান অন্তরঙ্গ আলোয় দেখার মতো লেখার চেষ্টা করা হয়েছে।বলা যায় নিজের পানে আরেকবার পেছন ফিরে দৃকপাত করা মাত্র।
জীবনের জানালা থেকে দেখা সেই খণ্ডিত চিত্র, ভিড় থেকে খুঁজে বার করা কিছু মানুষ।সমাজের কিছু সমস্যা-যা কিছু চোখে পড়েছে তারই প্রতিফলন ঘটেছে এই গ্রন্থে। আগ্রহী পাঠক দূসর অতীতের সেই বিবর্ণ ছবিগুলো উদ্ধার করে ছোটগল্পের স্বাদ আস্বাদন করতে পারেন।সেই সঙ্গে রাজধানী অটোয়ার অদূরে অবস্থিত Thousand land বা হাজার দ্বীপের সৌন্দর্যের কথাও জানতে পারবেন।