এক হিসাবে দেখা গেছে, পৃথিবীতে মানুষের চেয়ে কীটপতঙ্গের সংখ্যা ৩০ কোটি গুণ বেশি। হিসাবটা ভয় পাওয়ার মতোই। কিন্তু এর এক শতাংশ মাত্র অপকারী। বাকি ৯৯ শতাংশ কীটপতঙ্গই নানাভাবে আমাদের উপকার করে থাকে। এই সত্য আমাদের জানা নেই। এরা কোথায় নেই? আছে আমাদের কাব্যে, সাহিত্যেও। এই সব সত্য জানার জন্য অপরিহার্য এ বই।