“নো কমেন্ট” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ইতিহাস কী, বিশেষত, আজকের যুগে ইতিহাস-চিন্তার কী ভূমিকা, এই প্রশ্নটিকে ঘিরেই সংকলিত প্রবন্ধগুলি আবর্তিত হয়েছে। কখনও উত্তর-ঔপনিবেশিক চিন্তার পরিপ্রেক্ষিতে, কখনও নিম্নবর্গের রাজনীতি ও ইতিহাসচর্চার দিক থেকে দেখে, কখনও-বা বিশ্বায়ন বা পৃথিবীর উষ্ণতা-বদ্ধির প্রশ্নও তুলে আমাদের ইতিহাস-চিন্তাকে কীভাবে যুগােপযােগী করা যায়, তারই অনুসন্ধান এই বইয়ের প্রতিটি প্রবন্ধে।