যশােরের ইতিহাস শুধু যশাের কেন্দ্রিক নয়-সমগ্র বাংলাদেশের মধ্যে জড়িত।এখনাে পর্যন্ত অতীতের অনেক বিষয় আমাদের কাছে অজানা রয়েছে। সেই অজানাকে জানার জন্যে একার পক্ষে অনুসন্ধান করা সাধ্যাতীত। প্রয়ােজন সমষ্টির প্রচেষ্টা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এ বিষয়টি নিয়ে কাজ করতে গেলে সর্বাগ্রে দরকার শ্রম ও মানসিকতার। এখন দুটিরই অভাব পরিলক্ষিত হচ্ছে। রাতারাতি খ্যাতিমান হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নয় আকাঙ্ক্ষা হবে প্রকৃত অবস্থাকে জানা এবং তুলে ধরার।পুরানাে রীতি-পদ্ধতি পরিহার করে নতুন রীতি-পদ্ধতির পথ ধরে হাঁটা-চলা। গতানুগতিক চিন্তা নয়-নতুন ধ্যানধারণার আলােকে ইতিহাসকে পর্যালােচনা করা।