“বাংলা লোকগীতিকার শিল্পরীতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলা লােকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বাংলা লােকগীতিকা। এদেশের লােকজীবনের সুখ-দুঃখ, আনন্দবেদনার অপার আধার হিসেবে এর অধিষ্ঠান। মৈমনসিংহগীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা, রংপুরগীতিকা, সিলেটগীতিকা ও চট্টগ্রামগীতিকা লােকমুখ থেকে সংগৃহীত হয়ে মুদ্রিতরূপ লাভ করেছে। এই গীতিকাসমূহে শুধু সমাজ-সমকাল ও সাহিত্যসঙ্গীতের মেলবন্ধনই নয়, লােকমানসের স্বরূপের সঙ্গে শিল্পনিষ্ঠার প্রাসঙ্গিকতাও গভীর দ্যোতনায় উদ্ভিন্ন। নিরক্ষর কবির জীবনদৃষ্টির বাতাবরণে যে অপরিমেয় কাহিনী পল্লবিত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বহুমাত্রিক শিল্পকৌশল। মাসুমা খানম গভীর নিষ্ঠার সঙ্গে বাংলার লােকজীবনের এই ভাবসম্পদগুলাের শিল্পরীতি সম্পর্কে সমকালের আলােচনা করেছেন। লােকগীতিকার বৈশ্বিক চালচিত্র এবং এগুলাের সঙ্গে বাংলা লােকগীতিকার পার্থক্য ও অন্বয়ের প্রাসঙ্গিকতাও বাংলা লােকগীতিকার শিল্পরীতি গ্রন্থে সন্নিবদ্ধ।