“আব্বাসউদ্দীন আহমদ” বইয়ের প্রসঙ্গ-কথা:
গীতিসম্রাট আব্বাসউদ্দীন আহমদ-এর গান গত শতাব্দীর ত্রিশ দশক থেকে আজও দুই বাংলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কণ্ঠে কণ্ঠে বেজে চলেছে। এমন একক জনপ্রিয়তা বিরল। বলতে হয়, একই সাথে তিনি মুসলমান সমাজকে আবহমান কালের সংস্কারমুক্ত হয়ে সঙ্গীতচর্চায় উদ্বুদ্ধ করেছেন। সেলিনা বাহার জামান-এর আব্বাসউদ্দীন আহমদ গ্রন্থটি বাংলা একাডেমী থেকে জীবনী গ্রন্থমালা সিরিজে ফেব্রুয়ারি ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয়। এ গ্রন্থে কেবল শিল্পী-জীবনই নয়, সঙ্গীতশিল্পীর বংশ-তালিকা, বাল্যকাল, শিক্ষা ও সংসারজীবন, কর্মজীবনের বর্ণনা লেখকের স্বভাবসিদ্ধ সরল ভাষায় হৃদয়গ্রাহী; সেই সাথে শিল্পীর গানের রেকর্ডের তালিকা যুক্ত হয়েছে। অনেকের অজানা শিল্পীর সাহিত্যসাধনার দিকটিও লেখক গ্রন্থে টেনে এনেছেন।