“কুরআন ও আধুনিক বিজ্ঞান ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
খ্রিষ্টীয় সপ্তম শতকে আরবদেশে প্রতিশ্রুত নবী। হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। আর্বিভাব এক যুগান্তকারী ঘটনা। তাঁর আগমনের। সাথে সাথে একদিকে পৃথিবীর অতীত। ধর্মগ্রন্থাবলীতে প্রদত্ত প্রতিশ্রুতি যেমন পূর্ণতা লাভ করে তেমনই নবী রসূলদের আগমনের ধারা। ও পূর্ণতা লাভ করে। তার উপরে অবতরিত পবিত্র কুরআনে তাকে শেষ নবী বলে ঘােষণা এবং ইসলামকে একমাত্র মনােনীত ধর্ম বলে গ্রহণ ও স্বীকৃতি দান প্রকৃতপক্ষে পৃথিবীর ইতিহাসে এক। নতুন যুগের সূচনা করে। আর পবিত্র কুরআনের। আলােকে গঠিত ও আলােকিত পবিত্র নবীর। জীবন, কর্ম ও সাধনা প্রকৃতপক্ষে চিরন্তন আধুনিকতার দ্যোতক। আর যে পবিত্র কুরআন। তার উপর অবতীর্ণ হয় তা এক বিজ্ঞানময় গ্রন্থ। | আর আল্লাহ এক বিজ্ঞানময় সত্তা। আধুনিক | বিজ্ঞানের অগণিত সুত্রের সন্ধান পবিত্র কুরআনে। সুপ্তরূপে কখনওবা স্পষ্টরূপে প্রসঙ্গক্রমে উল্লেখ। পাওয়া যায়। আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের আধুনিকতর পর্যবেক্ষণে যা চিরন্তন বলে গ্রহণ করতে বাধ্য হয়েছে। ফরাসী বিজ্ঞানী ও মনীষী। ডঃ মরিস বুকাইলি আজীবন কুরআন ও বিজ্ঞান। নিয়ে গবেষণা করেছেন এবং চুলচেরা বিশ্লেষণের। মাধ্যমে কুরআনের বৈজ্ঞানিক তত্ত্বগুলি আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন। Quran and Modern Science ডঃ মরিস বুকাইলির সে রকমই একটি সংক্ষিপ্ত বই যেটি তিনি মূল ফরাসী ভাষায় রচনা করেছিলেন যা ইংরেজিতে Quran| and Modern Science নামে প্রকাশিত হয়।