“বাংলাদেশের রবীন্দ্রচর্চা : সাম্প্রতিক বিবেচনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাংলা ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নির্মাতা রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টিকর্মে প্রতিফলিত হয়েছে মানবিক চেতনা। মানবকল্যাণ আর সুন্দরের আরাধনা ছিল তাঁর সৃষ্টিশীলতার মূলমন্ত্র। তাঁর সাহিত্যকর্ম আমাদের মধ্যে পরমতসহিষ্ণুতা, সম্প্রীতি ও ভালােবাসার আবেগ সৃষ্টি করে। বাঙালি জাতীয়তাবাদ এবং একই সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদের জাগরণের পুরােভাগের সদস্য তিনি। সমাজের সকল প্রকার সংকীর্ণতা ও কূপমন্ডুকতা দূর করে সুস্থ সুন্দর মানবীয় সমাজের আকাক্সক্ষায় তিনি আজন্ম নিরলসভাবে কাজ করে গেছেন। তার এই কাজ নিয়ে ভাবনা সমাজের জন্য অপরিহার্য। প্রবন্ধকারেরা এই সব। ভাবনাগুলােকে বাণীবদ্ধ করেছেন। ছােট বড় ৩৫টি লেখা এই সংকলনে স্থান পেয়েছে। বৈচিত্র্যপূর্ণ বিষয়ে লেখা এই প্রবন্ধগুলাে পাঠে পাঠক রবীন্দ্রচেতনালােকে প্রবেশ করতে পারবে।