এক জীবনের গল্প

৳ 100.00

লেখক আমিনুল ইসলাম মামুন
প্রকাশক তুষারধারা
আইএসবিএন
(ISBN)
9789849004509
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2012
দেশ বাংলাদেশ

তুষারধারা থেকে প্রকাশিত ‘এক জীবনের গল্প’ উপন্যাসের নায়ক জীবন; যে চরিত্রটি লেখকের এক অনবদ্য সৃষ্টি। জীবনের ফুফাত বোন আলো ভালোবাসে জীবনকে। কিন্তু জীবন ভালোবাসে আলোর বান্ধবী অপূর্বাকে। অপূর্বাও জীবনের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। জীবন অপূর্বাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। উপন্যাসের মূল নায়িকা অপূর্বার সাথে আবার সম্পর্ক গড়ে ওঠে রোকনেরও। বিষয়টি জানার পর জীবন হয়ে পড়ে হতাশাগ্রস্থ। হতশার ঢেউয়ে এক সময় সে হারিয়ে ফেলতে থাকে নিজের ওপর তার নিয়ন্ত্রণ সীমা। কিন্তু ভুলতে পারে না অপূর্বাকে। এদিকে টিউশনির সুবাদে জীবনের ছাত্র আশিকের কাজিন অপরূপা ভালোবাসে জীবনকে। জীবনও কিছুটা জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত জীবন কি ভুলে যায় অপরূপাকে? না কি এখানেই শুরু হয় নতুন অধ্যায়ের? সময় গড়িয়ে যায়। এক সময় ভালোবাসার আবেগী ঢেউয়ে হারিয়ে যায় অপূর্বা আর রোকন। অপূর্বা হয়ে পড়ে সন্তান সম্ভবা। তাহলে কি অপূর্বা আর রোকনের বিয়ে হয়েছে? না, তা তো নয়। তাহলে কী? কিন্তু জীবন ভুলতে পারে না অপূর্বাকে। কি হয় তাহলে জীবনের জীবনে? সময়ের ব্যবধানে অপূর্বাকে দেখা যায় পৃথিবীর আকাশ-বাতাস ভারী করে চিৎকার করা কান্নায় ভেঙে পড়তে। কার জন্য অপূর্বার এই বুকফাটা কান্না? রোকনের জন্য না কি জীবনের? জীবনের ফুফাত বোন আলো যে জীবনকে ভালোবেসেছিলে নীরবে; কি হয় তার? অপূর্বা আর আলো ছাড়াও যে অপরূপা ভালোবেসেছিলে জীবনকে তারই বা কি হয়? সে তো অন্য কারো সাথেই ঘর করাটাই স্বাভাবিক; তা-ই কি হয়? কার লাশের পাশে দাঁড়ান অবস্থায় অপরূপা হাতের সোনার রুলি দুটি খুলে ফেলে যে রুলি দুটি ফ্লোরে পড়ে ঢংঢং শব্দে গড়িয়ে যায় দূরে? এমনি এক টানটান কাহিনি নিয়ে এগিয়ে চলে একজন জীবনের গল্প ‘এক জীবনের গল্প’ উপন্যাসটি। শব্দের চমৎকার গাঁথুনিতে সৃষ্টি লেখক আমিনুল ইসলাম মামুন-এর এই উপন্যাসটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস করি।

Aminul Islam Mamun
আমিনুল ইসলাম মামুন বাংলাদেশের একজন সুপরিচিত সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক। জন্ম ১৯৭৭ সালের ৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ থানার পূর্ব বিঘা গ্রামে। পিতা মরহুম আলহাজ মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম ছিলেন সরকারী কর্মকর্তা। মাতার নাম আলহাজ শামসুন নাহার। চার ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
আমিনুল ইসলাম মামুন ১৯৯৪ সালে কুমিল্লা বোর্ডের অধীনে নোয়াগাঁও জনকল্যান উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এস এস সি, ১৯৯৬ সালে ঢাকা বোর্ডের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে প্রথম বিভাগে এইচ এস সি, ১৯৯৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে দ্বিতীয় শ্রেণিতে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও ২০০০ সালে দ্বিতীয় শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে অর্জন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মহানগর ল’ কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি। ২০০৬ সালে ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর অধীনে জে ইউ আহমেদ এন্ড কোং থেকে শেষ করেন তিন বছর মেয়াদী কোর্স (সি এ - সি সি)। ২০১৩ সালে আয়কর আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভূক্ত হন। একই বছর বি আই ইউ থেকে এ গ্রেডে (প্রথম শ্রেণি সমমান) এম বি এ ডিগ্রি অর্জন করেন।
অধিকতর সুন্দর ও সৃষ্টিশীল সমাজ বিনির্মানের উদ্দেশ্যে তাঁর লেখালেখি। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- দুষ্টু ছেলের দল (ছড়া), কানামাছি (ছড়া), মন ছুঁয়েছে মন (উপন্যাস), শিকল ভাঙার ছড়া (ছড়া), এক জীবনের গল্প (উপন্যাস), তারা জ্বলে কথা বলে (ছড়া), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প), ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া), ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া), ঝুমঝুম রেলগাড়ি (ছড়া), হৃদয় ভাঙা একশ ছড়া (ছড়া) প্রভৃতি। ভ্রমণ তার শখের মধ্যে অন্যতম। তিনি ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ, ফিচার, গান, গ্রন্থালোচনাসহ বিভিন্ন বিষয়েই লিখছেন। সাহিত্য বিষয়ক ম্যাগাজিন ‘তুষারধারা’ এবং বাংলা ভাষার প্রথম সাহিত্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল- ‘তুষারধারা ডট কম’-এর (www.tushardhara.com) সম্পাদক তিনি।
আমিনুল ইসলাম মামুন জাতির মন ও মননের প্রতীক- বাংলা একাডেমি’র একজন সদস্য। এ ছাড়াও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- তরুণ লেখক ফোরাম, প্রতিষ্ঠাতা ও সভাপতি- বাংলা সাহিত্য কেন্দ্র, প্রতিষ্ঠাতা ও সভাপতি- অনলাইন রাইটার্স ফোরাম, প্রতিষ্ঠাতা- সন্তান দিবস (১৫ নভেম্বর), প্রতিষ্ঠাতা ও সভাপতি- রামগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি, প্রতিষ্ঠাতা ও সভাপতি- এইম স্পোর্টিং ক্লাব, প্রতিষ্ঠাতা ও সভাপতি- ফমাসিক সাহিত্য সংসদ (ফতুল্লা-মাতুয়াইল-সিদ্ধিরগঞ্জ-কদমতলী এলাকার একটি সাহিত্য সংগঠন), প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা- লিটল ম্যাগাজিন একাডেমি, যুগ্ম সাধারণ সম্পাদক- বাংলাদেশ লেখক পরিষদ।
সাহিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন- দানবীর হাজী মোহাম্মদ মুহসিন সম্মাননা-২০১১, মানব কল্যাণ পরিষদ লেখক সম্মাননা-২০১৪, রায়পুর তরুণ ও যুব ফোরাম বিশেষ সম্মাননা, স্বপ্নসিঁড়ি সাহিত্য সম্মাননা-২০১৫, দুর্জয় বাংলা সাহিত্য সম্মাননা-২০১৫, আবাবীল সাহিত্য সম্মাননা-২০০৯, প্রতিভা প্রকাশ লেখক সংবর্ধনা ২০১১, বাংলাদেশ লেখক পরিষদ স্মারক সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ