‘শ্যামলী’তে কবিতা আছে বাইশটি এর মধ্যে চৌদ্দটিই প্রেমের। বেরিয়েছিল মৃত্যুর মাত্র ক বছর আগে। এ বইয়েই দেখা পাওয়া যাবে সে ফুলের, রবীন্দ্রনাথ যার নাম রেখেছিলেন ‘নেত্রকোণা’। ‘তেঁতুলের ফুল’ নিয়েও কবিতা লেখেন রবীন্দ্রনাথ, যা ‘অকাতরে উপেক্ষা’ করে ‘উপেক্ষাকে’। আবার কখনও একটি ‘খালি ট্রেন’ দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ‘আদিকালের প্রকাণ্ড’ এক সরীসৃপের মতো।
শাহনাজ মুন্নী
জন্ম ১৯৬৯ সালের ৮ই ফেব্র“য়ারি, ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। পেশায় টেলিভিশন সাংবাদিক। কবিতা, গল্প, শিশুসাহিত্য ও প্রবন্ধ লিখে থাকেন। এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭।