প্রথমবার লন্ডন দেখে ভালো লাগেনি রবীন্দ্রনাথের। কিন্তু এখানে ফিরে-ফিরে এসেছেন। গেছেন য়ুরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে, আর্জেন্টিনায়। রবীন্দ্রনাথকে মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়া থেকে বিরত রাখতে না পেরে রদেনস্টাইন লেখেন, ‘একজন কবির পক্ষে খুব সুদর্শন হওয়া দুর্ভাগ্যের ব্যাপার, স্তাবকতা হয়তো একটি অভ্যাসে পরিণত হতে পারে – আমি স্তাবকতা লাভ করার কথা বলছি।’ প্রতীচ্যে নন্দিত ও নিন্দিত দুই-ই হয়েছেন।