প্রতীচ্যের নানা দেশে যেমন, প্রাচ্যের নানা দেশেও ঘুরে বেড়িয়েছেন রবীন্দ্রনাথ। জাপান, জাভা ও পারস্যে তাঁর ভ্রমণ নিয়ে এই বই। ভ্রমণ তো তাঁর কাছে নিছক ভ্রমণ নয় – তিনি তাঁর ভ্রমণ-লেখায় তুলে ধরেন ইতিহাস, সংস্কৃতি ও সর্বোপরি মানুষ। এক সভায় তিনি আরবদের আহ্বান জানান তাঁদের ‘মহৎ ধর্মগুরুর পূজ্যনামে’ ‘আরব্যের নববাণী আর একবার ভারতবর্ষে’ পাঠানোর জন্য।