“শেয়ার ব্যবসায় সাফল্য লাভের উপায়” বইয়ের ভূমিকার থেকে নেয়া:
শেয়ার ব্যবসার সাথে যারা ইতিমধ্যেই: জড়িত হয়েছেন এবং যারা বিনিয়ােগের অপেক্ষায় আছেন তাঁদের সকলেরই এ বিষয়ে যথাযথ জ্ঞান থাকা খুবই জরুরী। অন্যথায় পুঁজি হারিয়ে রাস্তায় নেমে আন্দোলন বা হা-হুতাস করা ছাড়া উপায় থাকবে না। মনে রাখতে হবে পরিশ্রমের কোন বিকল্প নেই। যে কোন প্রাপ্তির পেছনেই ধৈৰ্য্য, ত্যাগ এবং পরিশ্রমের প্রয়ােজন। বিনা পরিশ্রমে মানুষের কাছ থেকে সস্তা উপদেশ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে শেয়ার ব্যবসা করতে গেলে আবার পরিশ্রম কি? জানারই বা কি আছে? সকাল এগারটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ট্রেডিং হয়। এই সময়ের মধ্যে আমি হাউজে যাব বিশাল ডিসপ্লেতে শেয়ারের মূল্য দেখে বাই করব। আবার যখন দাম বাড়বে বিক্রি করে দেব। ব্যস আমার কাজ শেষ। এখানে আবার পরিশ্রম বা বুদ্ধি খাটানাের কি আছে? আমি বলব , ব্যাপারটা মােটেই এত সহজ নয়। সেকেন্ডারী মার্কেটে টাকা বিনিয়ােগ করার আগে আপনাকে অনেক বুদ্ধি খরচ করতে হবে। বর্তমানে বাজারে প্রায় তিনশাের মতাে কোম্পানির শেয়ার আছে আপনাকে সেখান থেকে সঠিক সময়ে সঠিক শেয়ারটি কেনার সিদ্ধান্ত নিতে হবে। এবং এই সিদ্ধান্তের জন্যই আপনার অনেক কাজ করতে হবে। কাজ মানে শেয়ার নিয়ে গবেষণা, পড়াশুনা ইত্যাদি খুব সুক্ষভাবে করতে হবে। শেয়ার কেনার ব্যাপারে আপনি যদি সঠিক সময় সঠিক। সিদ্বান্তটি গ্রহণ করতে পারেন তবেই আপনি শেয়ার ব্যবসা থেকে লাভবান হতে পারবেন।