“সার্কিট ডায়াগ্রাম” বইয়ের ভূমিকা:
মূলত প্রাথমিকদের জন্য লেখা মজার হবি ইলেকট্রনিক্স নামক বইটি প্রকাশিত হবার পর স্বাভাবিকভাবেই তাদেরকে আরও একটুখানি এগিয়ে দেবার জন্য আরও একটি বই লিখবার দায়িত্ব এসে বর্তায়। তাছাড়া আরও অনেক ইলেকট্রনিক্স হবিস্ট রয়েছেন যারা আগে থেকেই এ বিষয়ে পারদর্শী, তাদের জন্যও কিছু লেখার তাগিদে সার্কিট ডায়াগ্রাম বইটির সৃষ্টি। | এই বইটিতে বিভিন্ন ধরনের সার্কিট ডায়াগ্রাম সন্নিবেশিত হয়েছে যেন সব ধরনের হবিস্টই তার আগ্রহের কোন না কোন বিষয় খুঁজে পান। তাছাড়া দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু সার্কিটের ডায়াগ্রামও বইটিতে রাখা হয়েছে যেন ইলেকট্রনিক্স শুধু হবির মাঝেই সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন আমাদের জীবনকে করে তােলে আরও গতিশীল এবং স্বস্তিময়।