অধরা সুখ কি ধরা যায় কখনো। কোথায় গেলে পাওয়া যাবে সুখ। নীলা আর সাবেরের সুখ কোথায় নিহিত? বাংলা সাহিত্যে এই প্রথম রোমান্স এবং থ্রীলের সাথে ফিলসফির সংমিশ্রন। ……… পাঠকনন্দিত লেখক মোহাম্মদ যায়েদ হোসেন মজার গল্প লিখে ২০১২ সালে কালের কন্ঠ শিলালিপি পুরষ্কার লাভ করেন। ভারতের কলকাতা থেকে দুই বাংলার লেখকদের নিয়ে প্রকাশিত গ্রন্থ ‘ভালবাসার দুই দিগন্ত’ তে তার লেখা হয়েছে আলোচিত।