বাউলদের সঙ্গে রবীন্দ্রনাথের যোগ পূর্ববঙ্গে এসে। লালনের সঙ্গে তাঁর দেখা হয়ে নাÑও থাকতে পারে, কিন্তু লালনের গান যে তাঁকে নাড়া দিয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। ‘শেষ সপ্তক’ এ অধরাকে ধরার চেষ্টা করার কথা যেমন বলা আছে, তেমনি ‘হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে’ র মতো গানেও বাউলের ভাবনা ধরা পড়ে।
অমৃতলাল বালা
জন্ম ১লা জানুয়ারি ১৯৫২, খুলনা। ‘আলাওলের কাব্যে হিন্দু-মুসলিম সংস্কৃতি’ অভিসন্দর্ভের জন্য কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি.।
খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক ও বিভাগীয় প্রধান। কলা ও মানবিক স্কুলের ডীন।