রবীন্দ্রনাথের আঁকা সব ছবি প্রদর্শিত হয়নি, মুদ্রিত তো হয়ইনি। ফলে, তাঁর আত্মপ্রতিকৃতির সংখ্যা যে ঠিক কত, তা বলা কঠিন। এর সংখ্যা পনেরো থেকে বিশের মধ্যে হতে পারে। যে আটটি, বা, দশটি মুদ্রিত আত্মপ্রতিকৃতির খোঁজ পাওয়া যায়, তাও বিভিন্ন বইয়ে ও পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আত্মপ্রতিকৃতিগুলোর দিকে এখনকার এক শিল্পী এ বইয়ে ফিরে তাকিয়েছেন।
আবুল মনসুর
জন্ম চট্টগ্রামে, ১৯৪৭ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতক। বরোদার এম.এস. বিশ্ববিদ্যালয় থেকে শিল্প-ইতিহাস ও সমালোচনা বিষয়ে স্নাতকোত্তর। ১৯৭৪ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) শিক্ষক। দৃশ্যকলা বিষয়ে বাংলা ও ইংরেজিতে নিয়মিত লেখক। এ বিষয়ে প্রকাশিত পুস্তকের সংখ্যা ৬ টি। বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ উপলক্ষে ২০ টির মতো দেশে ভ্রমণ করেছেন। আন্তর্জাতিক প্রদর্শনীতে বিচারকের দায়িত্ব পালন করেছেন।