রবিনসন ক্রুসাের রক্তেই ছিল ভ্রমণের নেশা। জাহাজে চড়ে সে যাচ্ছিল আফ্রিকায়। পথে ঝড়ের কবলে পড়ায় প্রাণ বাঁচাতে সঙ্গী-সাথীসহ উঠতে হলাে লাইফবােটে। তবু শেষ রক্ষা হলাে না, উল্টে গেল লাইফবােট। ঢেউয়ের তােড়ে কে কোথায় ভেসে গেল কে জানে! শরীরের সব শক্তি জড়াে করে রবিনসন একাই উঠে এলাে সৈকতে। চারদিকে তাকিয়ে সে দেখতে পেল নির্জন এক দ্বীপ। এমন এক দ্বীপে রবিনসন একা একা থাকবে কীভাবে?