মডেল স্কুলের অষ্টম শ্রেণির সবচেয়ে অমনোযোগী ছেলেটির নাম মানিক। লেখাপড়া তাে করেই না, ক্লাস করার বেলাতেও তার একদম আগ্রহ নেই। হােসেন স্যারের দেয়া সব শাস্তি সে মাথা পেতে নেয়। কখনও প্রতিবাদ করে না।
তাকে দেখে সহপাঠী আনােয়ারের কৌতুহল হয়। নিজেই এগিয়ে এসে বন্ধুত্ব করে মানিকের সাথে। আর মানিকও তার সামনে খুলে দেয় জীবনের নতুন এক দরজা।