লেখক পরিচিতি
ছড়া, কবিতা, প্রবন্ধ, কলামিস্ট। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় সিনিয়র সাব-এডিটর পদে কর্মরত।
একজন কবিকে সময়ের ভেতর দিয়েই ধ্রুবসত্যকে অবলোকন করতে হয়। আর এজন্যই কবি প্রকৃত অর্থে হয়ে ওঠেন সময়ের কণ্ঠস্বর। কবি শুচি সৈয়দ সেই কণ্ঠের একজন। তিনি প্রতিনিয়ত প্রশ্নের মধ্যদিয়ে নিজের জগৎ তৈরি করেন বলেই তাঁর সহজ উচ্চারণ :
জীবন কি এক নির্বোধ টালি খাতা
জমা খরচের হিসাব মেলানো শুধু
মুখগুঁজে দিন উল্টিয়ে যাওয়া পাতা
চোরাবালিময় মরু-মরীচিকা ধু ধু।
আশা-নিরাশা কিংবা ক্ষোভ-বিক্ষোভ তিনি নিজের মতো করে বলে যান সময়ের কথা, ভবিষ্যতের কথা । তবে শেষপর্যন্ত তা সত্যের কাছে আশ্রিত। দশ দিকে দশ দ্বার ডাকছে দুয়ার খুলে কবিতা গ্রন্থে শুচি সৈয়দ নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। মানুষের যাপিত জীবন থেকে শুরু করে রাজনীতিপ্রবণতা কিংবা একান্ত ব্যক্তিগত বিষয়ও নিয়ে এসেছেন এই বইয়ে। আর এখানেই তাঁর স্বকীয়তা। বাংলা কবিতা যখন তথাকথিত রাজনীতির ডামাডোলে ভারাক্রান্ত তখন তাঁর এই কবিতা হতে পারে উৎকৃষ্টতার উদারহারণ। এই বইয়ের কবতিা মননশীল পাঠকদের নানা দিক থেকে ভাবনা ও আনন্দের খোরাক জোগাবে নিঃসন্দেহে।