ভূমিকা
আমি অর্থনীতি বা রাজনীতির ছাত্র নই। ইউরোপে যতগুলি ism-এর সৃষ্টি হইয়াছে (যথাঃ Capitalism, Socialism, Nazism, Fascism ইত্যাদি) সে সব লইয়া আমি মাথা ঘামাই না। ও-পথ আমার নয়। আশ্চর্যের বিষয়, তবু কিন্তু আমাকে কমিউনিজম্ সম্বন্ধে বেই লিখিতে হইল।
মুসলিম তরুণদের অনেকেই আজকাল কমিউনিজমের প্রতি বেশ খানিকটা ঝুঁকিয়া পড়িয়াছে বলিয়া মনে হয়। ইসলামী আদর্শকে পরিত্যাগ করিয়া তাহারা কমিউজিমের রূপে ভুলিয়াছে। কমিউনিজম্ই হইল তাহাদের কাছে আদর্শ সমাজ ও রাষ্ট্র-ব্যবস্থা। যেন দুনিয়ায় এমন সুন্দর ব্যবস্থা আর কোথাও ছিল না, নাই বা হইবে না। ইসলামের বিধান অপেক্ষা কমিউনিজমের বিধানই যে শ্রেষ্ঠতর এবং বর্তমান যুগসমস্যার সমাধানে এই ব্যবস্থাই যে সর্বাপেক্ষা উত্তম, ইহাই তাহাদের ধারণা। এই ভ্রান্ত ধারণা দূর করিবার জন্যই আমার এই প্রয়াস।
একজন আনাড়ী লোকের কাছ হইতে পাঠক কিন্তু এ-বিষয়ে বড় কিছু আশাকরিতে পারেন না। উপযুক্ত লোকের হাত হইতে এই বই বাহির হওয়াই উচিত ছিল। কিন্তু কেহই যখন আসরে নামিলেন না, তখন অগত্যা আমাকেই নামিতে হইল।
কমিউনিজম্ সম্বন্ধে এ যাবত বহু পুস্তক-পুস্তিকা প্রকাশিত হইয়াছে; কিন্তু ইসলামের দিক দিয়া এ-বিষয়ে কেহই তেমন কোন আলোকপাত করেন নাই। আমি সেই চেষ্টা করিয়াছি। কতদূর কৃতকার্য হইলাম, পাঠকই তাহার বিচার করিবেন।
ভুল-ত্রুটি হয় ত অনেকেই ঘটিয়াছে; কিন্তু বিজ্ঞ পাঠক তাহা গ্রহণ করিবেন না, কারণ পূর্বেই বলিয়াছি, এ কাজের উপযুক্ত আমি নই।
বিনীত-
গ্রন্থকার
সূচিপত্র
* প্রস্তাবনা
* কমিউজিম্ কী?
* কমিউনিজমের ইতিহাস
* কমিউনিষ্ট ইশতেহার
* রাশিয়ায় কমিউনিজম্
* সোভিয়েট রাশিয়ার পরিচয়
* সোভিয়েট রাশিয়ার বৈশিষ্ট্য
* কমিউনিজমের স্বাভাবিকতা
* কমিউনিজমের দার্শনিকতা দ্বন্দ্বমূলক বস্তুবাদ
* ইসলমের আলোতে কমিউনিজম
* ইসলামের সহিত কমিউনিজমের সাদৃশ্য
* ইসলামের সহিত কমিউনিজমের পার্থক্য
* কমিউনিজম না ইসলামিজম?
* কমিউনিজমের ভবিষ্যৎ
* কমিউনিজমের সহিত ইসলামের রাজনৈতিক সম্বন্ধ
* মার্ক্সীজম কি বাঁচিয়া আছে?
* সোভিয়েট রাশিয়ায় নারী-প্রগতি
* সোভিয়েট রাশিয়ার কৃষক-শ্রমিক
* ইসলামিক সোশ্যালিজম
* কমিউনিজমকে ভয় করি না
* পরিশিষ্ট
* প্রমাণপঞ্জী