“মুক্তিযুদ্ধে নয় মাস” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপর প্রকাশিত প্রথম বই ‘মুক্তিযুদ্ধে নয় মাস। আরও একটা বৈশিষ্ট্য হলাে বইটি একজন মুক্তিযােদ্ধার নিজের হাতে লেখা। তাই আবেগ অনুভূতি বেদনা উল্লাসের অপূর্ব সমন্বয় বইয়ের প্রতিটি ছত্রে। ভয়ে বিচলিত হওয়ার কথা, ব্যর্থতার কথা, গ্লানি অনুভবের কথা কিছুই লুকানাের চেষ্টা করেননি। তাই মুক্তিযুদ্ধে নয় মাস’ একজন যুবকের সত্যনিষ্ঠ ডায়রী।
একাত্তরে লেখক ছিলেন মেজর। পরবর্তীতে মেজর জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৪৫ সালের ২৮ জুলাই কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভের পর ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন্ড লাভ করেন। প্রথমে ৩৬ বেলুচ রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যােগদানের পর ১৯৬৯ সালে ক্যাপ্টেন হিসেবে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলী হন। তারপরের অপ্রতিহত ইতিহাস-মুক্তিযুদ্ধে নয় মাস।