‘সমকালের বাংলাদেশ’ গ্রন্থটি সমকালীন বাংলাদেশকে নিয়ে কতগুলাে লেখার সমাহার। বিগত ২/৩ বছর সময়ে দেশে সংঘটিত রাজনৈতিক কর্মকাণ্ড, ঘটনাবলি, রাজনৈতিক দলগুলাের পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্রের চর্চা-বিকাশ সর্বোপরি দেশের মানুষের আর্থ-সামাজিক ও মানষিক অবস্থা এসবের বিশ্লেষণ করা হয়েছে লেখাগুলােতে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে অপরাজনীতির চালচিত্র ও এর কুপ্রভাবে জনজীবনের অপরাপর ক্ষেত্রে সৃষ্ট অব্যবস্থা, অনিয়ম বিশৃঙ্খলা ইত্যাদির এবং পরিণামে জাতির অনগ্রসরতা ও জন জীবনের অনাকাঙ্খিত দুর্ভোগের কথা। পাশাপাশি বাতলানাে হয়েছে সামগ্রিক এই অচলাবস্থা নিরসনের পথ। আশা করি দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া হতাশাগ্রস্থ মানুষের কাছে বইটিতে স্থান পাওয়া লেখাগুলাে ভাল লাগবে।