লেখকের চোখে অতীতকে দেখা। ৬০ বছর আগের ঢাকাকে লেখক নিজের জীবনীতে বর্ণনা করেছেন। ঢাকার গাছপালা, যানবাহন, পুরনো ঘরবাড়ি, খাবার দাবার, আনন্দ উৎসব, ভাগ্যপরীক্ষা, বিভিন্ন পেশায় নিযুক্ত রমণী, সম্ভ্রান্ত মুসলিম পরিবার, বেচারাম দেউড়ির কথা, পুস্তক প্রকাশনা ও বইপট্টির ইতিহাস কে চমৎকার ভাবে বর্ণনা করেছেন। প্রত্যেকটি বিষয়ে লেখক নিজে প্রত্যক্ষদর্শী হয়ে নিজের জবানীতে উল্লেখ করেছেন একান্ত নিজস্ব ভাষায়। বইটিতে লেখকের শৈশব – কৈশোরের সুন্দর বর্ণনা পাওয়া যাবে। সেই সাথে লেখকের গ্রামে বসবাসের চিত্রও পূর্বকথনে ফুটে উঠেছে।