“গল্প শুনি আদব শিখি” বইয়ের ভিতরের লেখা:
আদবের মত সম্পদ আর নেই। কোন্ জাতির লােকেরা কত ভাল এই আদবের দিকে তাকিয়েই তা বলা হয়। আরবের একজন কবি বলেছেন : বুদ্ধি ও আদব থাকলে বেঁচে থাকাই সুন্দর, আর এটা না থাকলে মরে যাওয়াই সুন্দর। সত্যই যাদের আদব নেই। তারা লেখাপড়া শিখে সভ্য হতে পারে না। তারা চকচকে পােশাক পরেও মানুষ হতে পারে না। মুসলমানদের আদব ছিল দুনিয়ার সেরা। ছােটমণিরা যাতে শিশুকাল হতেই এই আদবে মহৎ জীবন গড়ে তুলতে পারে, তার জন্যই এই বই লেখা হয়েছে।