“আহলান লিবিয়া” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
১৯৮০ সালের ফেব্রুয়ারী থেকে ১৯৮৬ সালের জুন পর্যন্ত- লিবিয়ায় প্রবাস সময়ে অর্জিত লেখকের অভিজ্ঞতারই খন্ডিত প্রতিফলন এই বইটি। ভ্রমণ আর অবস্থানের বর্ণনার পাশাপাশি সমসাময়িক পরিপার্শ্ব আর লিবিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট যুক্ত হয়েছে এই বইয়ের উপকরণ হিসেবে। ঐতিহাসিক তথ্যগুলাে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন সূত্র থেকে। আর আত্মকথনের সবটুকুই স্মৃতি থেকে। ইতিহাস আর স্মৃতিকথার সম্মিলনেই রচিত এই গ্রন্থ।