অবচেতন এবং কবিতা

৳ 120.00

লেখক রফিকউল্লাহ খান
প্রকাশক ধ্রুবপদ
আইএসবিএন
(ISBN)
9789848919217
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৭৯
সংস্কার 1st Published, 2010
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
অবচেতন বা নির্জ্ঞানের সঙ্গে কবিতার সম্পর্ক চিরকালের কবিতা বিশ্লেষণ ও অনুধাবনে পুরাণকথার প্রয়োগ থেকেই তা সুস্পষ্ট হয়ে ওঠে। রফিকউল্লাহ খান ‘অবচেতন এবং কবিতা’ গ্রন্থে অবচেতন স্বপ্ন ও মানবমনের বিচিত্র রহস্য উদ্‌ঘাটনে কবিতাকে প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করেছেন। উনিশ শতকের মিথকথা থেকে একুশ শতকের মিথ-ইমেজ পর্যন্ত তাঁর আলোচনার পরিধি সম্প্রসারিত । পুরাণ ও নির্জ্ঞানের যৌথ প্রয়োগে কবিতাকে কীভাবে সম্পূর্ণ করে তোলে বর্তমান গ্রন্থে তার স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়েছে। উনিশ শতকীয় ভাবনা থেকে সাম্প্রতিক ভাবনা পর্যন্ত লেখকের স্বচ্ছন্দ বিচরণ পাঠকের চিন্তার জগতে নতুন জানালা খুলে দেবে বলে আমাদের বিশ্বাস।

আরিস্টটলের পোয়েটিক্‌স থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত কবিতা ব্যাখ্যার বিচিত্র ধারা সম্পর্কে আমরা জানি। বিশ শতকের প্রথম দশক থেকে সাহিত্য ও শিল্পকলা বিশ্লেষণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অঙ্গীকার এক নতুন মাত্রা নেয় প্রকাশ পায়। যে কারণে বিশ শতকের প্রতিটি সাহিত্য আন্দোলনে বিজ্ঞানের এই মনোময় শাখা অভূতপূর্ব বেগ সঞ্চার করে। রফিকউল্লাহ খান তাঁর প্রবন্ধগুলোতে পূর্বতন চিন্তার সমান্তরালে অতি-সাম্প্রতিক চিন্তাধারাকেও মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। বাংলা কবিতা ব্যাখ্যার ক্ষেত্রে এ গ্রন্থ নতুন মাত্রা যোগ করবে বলেই আমাদের ধারণা।

রফিকউল্লাহ খান ১৯৫৭ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৮০) ও স্নাতকোত্তর (১৯৮১) ডিগ্রি অর্জনের পর ঐ বিশ্ববিদ্যালয়েই ১৯৮৫ সালে শিক্ষক হিসেবে যােগদান করেন। তিনি পি-এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন ১৯৯৫ সালে। পি-এইচ.ডি.’র বিষয় ছিল বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ (১৯৪৭-১৯৮৭)। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। বাংলাদেশের সাহিত্যসমালােচনা ও গবেষণার ক্ষেত্রে রফিকউল্লাহ খান সুপরিচিত ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সাহিত্য-শিল্পের প্রতিটি শাখাই বিগত তিন দশকে তাঁর মৌলিক অনুসন্ধান ও ভিন্নমাত্রিক বিশ্লেষণে স্বতন্ত্র মাত্রা লাভ করেছে। রফিকউল্লাহ খান ছাত্রজীবন থেকেই প্রাবন্ধিক হিসেবে প্রতিষ্ঠা ও স্বীকৃতি লাভ করেন। বিশ শতকের সত্তরআশির দশকেই তিনি মননশীল ও সৃষ্টিশীল প্রবন্ধ রচনার সমান্তরাল ধারা সৃষ্টি করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী বাঙালির সাহিত্য-শিল্প ও সমাজভাবনার ক্ষেত্রে যা এক নতুন মাত্রা যােগ করে। গবেষণা, সৃষ্টিশীল প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ ও সম্পাদনা মিলিয়ে রফিকউল্লাহ খানের গ্রন্থসংখ্যা ২০। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হচ্ছে, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য (১৯৮৫), কবিতা ও সমাজ (১৯৮৫), হাসান হাফিজুর রহমান : জীবন ও সাহিত্য (১৯৯৩), বাংলাদেশের উপন্যাস : বিষয় ও শিল্পরূপ। (১৯৯৭), সত্যেন সেনের উপন্যাস : বিষয়স্বাতন্ত্র্য ও শিল্পচেতনা (১৯৯৭), বাংলাদেশের কবিতা : সমবায়ী স্বতন্ত্রস্বর (২০০২), কথাসাহিত্যের বিচিত্র বিষয় ও নন্দনতত্ত্ব (২০০২), মৃতপত্রে নীলােচ্ছাস : জীবনানন্দ দাশ (২০০২) (সম্পাদনা), তিন দশকের বাংলাদেশের কবিতা (২০০৪) প্রভৃতি। তিনি ইউরােপ ও এশিয়ার বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ