দুজন বিপরীত সত্তার মানুষ তাকিয়ে থাকে পরস্পরের দিকে, তাদের মাথায় রচিত হয় ভিন্ন ভিন্ন গল্প । দুজন মানুষ পড়ে একই গল্প, তাদের মাথায় হয় এর ভিন্ন ভিন্ন অনুবাদ। একই গল্পের নানা রকম ব্যাখ্যা দেয় পাঠকরা। লেখক এবং পাঠক, দুজনে মিলে তৈরি করে একটি সম্পূর্ণ গল্প।