“এ শর্ট হিস্ট্রি অব দি স্যারাসিন্স: আরব জাতির ইতিহাস” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
সৈয়দ আমীর আলী ছিলেন মিশরের ইমাম আলী-উর-রেজার বংশধর। চাকরি করেছেন ইংরেজদের সঙ্গে ভারতে। ফলে তার মন-মানসিকতা গড়ে ওঠেছিল আরবপারস্য-ভারতীয় ও ইউরােপীয়দের সভ্যতা ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণে । মুসলমানদের নিকট ইসলামের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার প্রয়াসেই তিনি ‘A Short History of the Saracens’ গ্রন্থ রচনা করেন। বস্তুত তার নিজের দমনীতেও এ ঐতিহ্যের শাণিত ধারা প্রবাহমান ছিল। আমরা জানি ইসলামের ইতিহাস রচয়িতার বেশির ভাগই খ্রিস্টান। ফলে তারা সম্পূর্ণভাবে ইসলামের ইতিহাস রচনায় ব্যর্থ হন। তাদের সমালােচনা অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হয়। এই জন্য ইসলামের ইতিহাস পরিপূর্ণরূপে রচনার জন্য তার এ প্রয়াশ। লেখক শিয়াপন্থি বলে হজরত উসমান (রা.) ও উমাইয়াদের প্রতি তার কিঞ্চিৎ বিরােধ মনােভাব এবং হজরত আলী (রা.) ও তার বংশধরদের প্রতি তার দুর্বলতা লক্ষ করা যায়। এছাড়া তিনি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সকল ঘটনার বিশ্লেষণ করেছেন। কাজেই গ্রন্থটিতে যে তিনি নিরপেক্ষভাবে ঘটনার উল্লেখ ও ব্যাখ্যা করেছেন তা নিঃসংশয়ে বলা যায়।