“জাল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৫৪ সালে ‘জাল’ উপন্যাসটি লেখা শেষ করে পাণ্ডুলিপি তৈরি করছি, এমন সময় হঠাৎ ‘সূর্য-দীর্ঘল বাড়ী’ উপন্যাসের প্রকাশক পাওয়া গেলাে। ‘সূর্য-দীঘল বাড়ী’ যে সুখ্যাতি অর্জন করেছে তা ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় তখন ডিটেকটিভ উপন্যাস প্রকাশ করা আমি মােটেই উপযুক্ত মনে করিনি। তাই আমার লেখা দ্বিতীয় উপন্যাস ‘জাল’-এর পাণ্ডুলিপি বের করে আগাগােড়া পড়লাম এবং নতুন করে বুঝতে পারলাম, ‘জাল’ আমার সুনাম মােটেই ক্ষুন্ন করবে না, কারণ এটি একটি ভিন্ন স্বাদের উপন্যাস, গতানুগতিক ডিটেকটিভ উপন্যাস নয়। তা ছাড়া এর ভেতরে আছে অপরাধ তদন্তের ক্ষেত্রে আমার উদ্ভাবিত কিছু মৌলিক পদ্ধতি। উপন্যাসটি ১৯৮৮ সালে ‘আনন্দপত্র’ ঈদ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। কিছু পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জিনার পর এটি গ্রন্থকারে প্রকাশিত হলাে নসাস ঢাকা থেকে।