“জীবনানন্দ ” বইটি সর্ম্পকে কিছু কথাঃ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ সম্পর্কে গবেষকদের অনুসন্ধিৎসায় কখনও ভাটা পড়েনি। তিনি ক্রমাগতভাবে নব নব রূপে আবিষ্কৃত হয়ে চলেছেন। জীবনানন্দের কবিতা সম্পর্কে কিছু প্রগাঢ় উপলব্ধিকে অবলম্বন করে ‘জীবনানন্দ’ বইটির অবয়ব গড়ে উঠেছে। বক্ষ্যমাণ প্রবন্ধগুলোতে একটি পরম্পরা লক্ষ্য করা যায়, যেখানে নতুন করে প্রতিভাত হয়েছে কবির জীবন ও জগৎ, বিচ্ছিন্নতাবোধ, মৃত্যুভাবনা ও সৃষ্টিশীলতা। কবির বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’, ‘মৃত্যুর আগে’ বিশেষভাবে আলোচিত হয়েছে। বনলতা সেন ব্যতীত তার কবিতার আরো দশজন নায়িকার উপর বিশ্লেষণাত্মক আলোচনা রয়েছে বইটিতে। এছাড়া জীবনানন্দ দাশের অনেকগুলো কবিতার অনুবাদ সংযোজন, অনুবাদের সঙ্গে মূলের এবং অনুবাদের সঙ্গে অনুবাদের তুলনামূলক পর্যালোচনা বইটিকে একটি বিশেষ মাত্রা দান করেছে। আমাদের বিচারে জীবনানন্দ দাশ সম্পর্কিত গবেষণায় এই বইটি উল্লেখযোগ্য সংযোজন হিসাবে পাঠকের বহুবিধ অনুসন্ধিৎসা ও দাবী মেটাতে সক্ষম হবে।