ভূমিকা
মুসলিম মনীষীগণ আমাদের জীবনে যে অবদান রেখে গেছেন, তরুণ সমাজের অনেকে তাঁদের সম্পর্কে অবহিত নন। এ দেশের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও যুব সমাজকে অবহিত করার লক্ষ্যে ১০১ জন দেশী-বিদেশী মুসলিম মনীষীর জীবনী ও আধ্যাত্মিক ব্যক্তিবর্গের জীবন কথা আজকের তরুণ সমাজকে নানাভাবে অনুপ্রাণিত করবে এবং গবেষকদের জন্য সহায়ক পুস্তক হিসেবে কাজে লাগবে। আমি এই সংক্ষিপ্ত জীবনী রচনায় জানি না কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, তা পাঠকবর্গের কাছেই বিবেচিত হবে। তারপরও মানুষ ভুলের উধ্র্বে নয়। আমি লিখতে গিয়ে যদি কোনো সঠিক তথ্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়ে থাকি, তাহলে পাঠকগণের সক্রিয় সহযোগিতা কামনা করছি। যে সমস্ত লেখকের বইয়ের সহযোগিতা ও সার্বিক সাহায্য নিয়েছি তাঁরা যদি বেঁচে থাকেন তাহলে তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং যাঁরা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন আল্লাহপাক তাদের যেন জান্নাত নসীব করেন। আমীন!