ফ্ল্যাপে লেখা কথা
ছোট বেলার কথা, বিশেষ করে আমার জন্মস্থান বান্দরবানের অনেক কথা, এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। সে হিসেবে বইটি আমার স্মৃতিকথা। আমি নিজেও কোন দিন চিন্তা করিনি জীবনের এসব আড়মোড় একদিন কলমের আঁচড়ে উঠে আসবে। তাহলে সন তারিখ, দিনক্ষণ লিখে রাখতাম। এমন হলে এসব লেখার একটা ঐতিহাসিক ভিত্তিও হয়ত তৈরী হতো। আবার সঠিক দিনক্ষণ প্রদান না করলে পাঠক আরো বিভ্রান্তিতে পড়বেন। তাই আন্দাজ করে কোন সাল বা তারিখ দেয়া থেকে বিরত রয়েছি।
এ সবই আমার একান্ত নিজের কথা। শৈশব, কৈশোর এবং চাকুরী জীবনের ঘটনাগুলোকে গল্পাকারে সাজানো হয়েছে। বন্ধু-বান্ধব ও বড়জনদের অনেক কথা এখানে চলে এসেছে। কাউকে আহত করার জন্য কিছু লেখা হয়নি। চাকুরী জীবনের পড়ন্ত বেলায় লেখার স্পৃহা জাগে। লিখেছি সরল সহজ ভাষায়। যা অতীত হয়েছে তা শেষ হয়ে গেছেÑ ফিরে আসবেনা কোন দিন। তাই অতীত সব সময়ই গৌণ-ধূসর।
পাঠকদের আনন্দই আমার সুখ।
মোঃ বজলুর রশীদ
ঢাকা।
ভূমিকা
ছোট বেলার কথা, বিশেষ করে আমার জন্মস্থান বান্দরবানের অনেক কথা, এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। সে হিসেবে বইটি আমার স্মৃতিকথার খন্ডচিত্র। আমি নিজেও কোন দিন চিন্তা করিনি জীবনের এসব আড়মোড় একদিন কলমের আচঁড়ে উঠে আসবে। এটা ‘হর রোজ হর ওয়াক্তের’ কথা নয়। তাহলে সন তারিখ, দিনক্ষণ লিখে রাখতাম। এমন হলে এসব লেখার একটা ঐতিহাসিক ভিত্তিও হয়ত তৈরী হতো। নতুন প্রজন্মের উৎসাহী পাঠকদের অনেক তথ্য জানার সুযোগ হত। আবার সঠিক দিনক্ষণ প্রদান না করলে পাঠক আরো বিভ্রান্তিতে পড়বেন। তাই কোন লেখায়, আন্দাজ করে কোন সাল বা তারিখ দেয়া থেকে বিরত রয়েছি।
বইয়ের সবই আমার একান্ত নিজের কথা। শৈশব, কৈশোর এবং চাকুরী জীবনের কিছু ঘটনাকে গল্পাকারে সাজানো হয়েছে। বন্ধু-বান্ধব ও বড়জনদের অনেক কথা এখানে চলে এসেছে। কাউকে আহত করার জন্য কিছু পরিবেশন করা হয়নি। চাকুরী জীবনের পড়ন্ত বেলায় লেখার স্পৃহা জাগে। লিখেছি সরল সহজ ভাষায়। লেখা গুলো কোনো ধারাবাহিক রচনা নয়। যা অতীত হয়েছে তা শেষ হয়ে গেছে- ফিরে আসবেনা কোন দিন। তাই অতীত সব সময়ই গৌণ-ধূসর। ধূসর অতীতের আরো প্রচুর লেখা অসম্পূর্ণ রয়েছে। যে গুলো শেষ হয়েছে সেগুলোই একটি বই হয়ে যায় বিধায় পাঠক ও প্রকাশকের জোর তাগিদে বই আকারে প্রকাশ করা হলো। সময় সুযোগ হলে দ্বিতীয় খন্ড প্রকাশ করা হবে।
মাসিক চিম্বুক পত্রিকার সম্পাদনা পরিষদের অনুরোধে অনেক সময় পত্রিকায় প্রকাশের জন্য তাড়াহুড়ো করে অনেক লেখা শেষ করতে হয়েছে। তাই কোথাও কোথাও আমার কাছেই আগোছাল মনে হয়েছে। বই আকারে প্রকাশের সময় এত লেখা তন্ন তন্ন করে দেখে প্রেসে দেয়া সম্ভব হয়নি। এই ত্রুটির জন্য দুঃখিত।
বরাবরের মত কম্পোজের কাজে আমার দু’সন্তান সাদী ও জামী প্রচুর সহায়তা করেছে। আমার চাচাতো ভাই জহির উদ্দিন পান্ডুলিপির প্রুফ দেখেছে; প্রকাশক মোঃ আমিনুর রহমান আমিন শত ব্যস্ততার মাঝে অব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বইটি ছেপেছেন। তাদের সবাইকে জানাই ধন্যবাদ।
পাঠকবর্গ আনন্দিত হলেই সকল পরিশ্রম সার্থক হবে।
মোঃ বজলুর রশীদ
ঢাকা।
সূচিপত্র
* চিম্বুক আমার ভঅলবাসা
* এসডিও সাহেবের দাওয়াত
* বান্দরের বন
* তানিয়া
* বৈইদ্দ্যা মাঝির নৌকা
* কেমন আছে চিং মং থুই
* তুয়াইন্যা বলি
* জিন চেয়ারম্যান
* রোহিঙ্গ্যা শরর্ণাথী শিবিরে কিছুদিন
* ছোট বেলার রাজপূন্যাহ
* পিকনিক
* ঝাল মরিচ
* বান্দরবান বাজার : সেকাল
* পিওন
* হা লং বে
* বাজার দর
* বান্দরবান ‘ল্যাম্প কলেজ’
* নাম বেনাম
* জেদ্দায় কিছু সময়
* নিলীমার আশ্রম
* ভূতুড়ে
* ফুলজান বিবির ভালবাসা
* বোতলী আলাপ
* ‘আদো ছি পা-রে’
* শেনন মেলোনীর ভ্যালেন্টাইন ডে
* বান্দরবান শহরের পুরোনো পাগল
* হো চি মিন ও হেনয়
* নাপ্পিঘাটা
* গৌরাঙ্গ স্যার
* চোর সমিতি
* বোমাং রাজা ক্য জ সাইন
* স্মাইল কিম