স্ট্রং ব্যাকস ম্যাজিক ফিঙ্গারস : ট্রাডিশনস অব ব্যাকস্ট্র্যাপ উইভিং ইন বাংলাদেশ
বাংলাদেশের কোমরতাঁত ও বয়নশিল্প বিষয়ক একটি প্রকাশনা। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান অঞ্চলের বিভিনড়ব জাতিগোষ্ঠী যেমন, বম, চাক, চাকমা, খিয়াং, খুমী, লুসাই, মারমা, ম্রো, পাংখোয়া, তঞ্চংগা ও ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের মনিপুরী সম্প্রদায়ের বয়নশিল্প ইতিহাস বইটিতে স্থান পেয়েছে। বয়নশিল্পী, সম্প্রদায় এবং এ কাজের কষ্টসাধ্য প্রμিয়া বিস্তারিতভাবে উঠে এসেছে এই গবেষণাধর্মী বইটিতে।