“ব্যবস্থপনা চিন্তাধারার ইতিহাস ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এই অসাধারণ গ্রন্থ প্রাচীন সভ্যতার কালপর্ব থেকে আজ পর্যন্ত ব্যবস্থাপনাতত্ত্বের উদ্ভব এবং প্রধান পরিবর্তনসমূহ সম্পর্কে আলােকপাত করেছে। এ গ্রন্থ ব্যবস্থাপনার মতবাদসমূহের প্রেক্ষিতে ব্যবস্থাপনার ইতিহাস বিশ্লেষণ করেছে এবং যেসব বিচ্ছিন্ন পদক্ষেপ ব্যবস্থাপনাকে একটি বাস্তবধর্মী প্রতিক্রিয়া থেকে একটি আধুনিক বিজ্ঞানের পর্যায়ে উন্নীত করেছে সেগুলাে একত্র করে পরিবেশন করেছে। এ গ্রন্থ ব্যবস্থাপনাতত্ত্ব পর্যায়ে মৌল অবদানসমূহ পাশাপাশি ব্যাখ্যার মাধ্যমে ব্যবস্থাপনাচিন্তাকে অনুধাবন করার এবং ভবিষ্যতে কার্যক্ষেত্রে তা প্রয়ােগ করার ভিত্তি উপস্থাপন করেছে।