“ভাওয়াল গড়ের উপাখ্যান” বইয়ের পিছনের ফ্ল্যাপের লেখা:
উপন্যাসে যে ব্যাপ্তি সচরাচর প্রত্যাশা করা হয় তা পূরণের প্রয়াস সেই তুলনায় বিশেষ লক্ষ্যযােগ্য হয় না। আমাদের অগ্রজ লেখকেরা সেদিক দিয়ে ছিলেন ব্যতিক্রমী। এমনি পৃথক ঘরানার লেখক আবু জাফর শামসুদ্দীন রচনা করেছিলেন। এপিকধর্মী উপন্যাস পদ্মা মেঘনা যমুনা এবং বিশালাকার আখ্যান ভাওয়াল গড়ের উপাখ্যান ঊনবিংশ শতকের শেষার্ধের পটভূমিকায় বাংলার এক বিশিষ্ট অঞ্চলের জীবনধারা তিনি সজীব করে তুলেছিলেন ভাওয়াল গড়ের উপাখ্যান গ্রন্থে ভারতে বৃটিশ শাসন যেসব পরিবর্তনময়তা বয়ে আনছিল তার মুখােমুখি হয়ে সমাজে সৃষ্ট আলােড়ন, প্রতিরােধ ও সংগ্রাম এখানে মূর্ত। হয়েছে কাহিনীর বিস্তার ধারাবাহিকতায় ঔপন্যাসিকের হাত ধরে পাঠক প্রবেশ করবেন ভাওয়াল গড়ের জীবনের গভীরে, অতীত জীবনযাত্রা জানবেন নিবিড়ভাবে এবং যুক্ত হবেন হাসি-কান্না, প্রেম-অপ্রেমের দোলাচালে মানবের চিরন্তন আকুতির সঙ্গে প্রাবন্ধিক, চিন্তক, কথাসাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের। জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এই বিশেষ সংস্করণ নতুন করে পাঠকের পরিচিতি ঘটাবে শক্তিমান এক সাহিত্যব্রতীর সঙ্গে।