ইতিহাস! না তা নয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার কাজ আমার নয়। তার জন্য আছেন বড় বড় ইতিহাসবিদ। সাহিত্য! না, তা তো নয়ই। স্বনামধন্য বড় বড় সাহিত্যিকদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে বহু বই বেরিয়েছে। বড়দের বড় নজর । তাদের দৃষ্টিও থাকে বড় বড় ঘটনার প্রতি ।
অথচ গ্রাম বাংলার পথে ঘাটে এমন সব ঘটনা পড়ে রয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখে গেছেন। এর কিছু ঘটনাই আমি এ বইতে উল্লেখ করেছি মাত্র ।
বকুল ফুল ছোট। থাকেও গ্রাম বাংলার পথে ঘাটে ছড়িয়ে। কিন্তু তার সুগন্ধ এবং সে গন্ধের স্থায়িত্ব নিয়ে সুধী মহলে দ্বিমত নেই ।
সে-ফুল কুড়িয়ে মালা গাথার মতো নরম এবং নিপুণ হাত আমার নেই। তাও স্বীকার করছি।