ভূমিকা
এই সংস্করণে একটি ছোট অধ্যায় সংযোজিত হল । প্রথম সংস্করণের নিবেদন অংশের একটি তথ্যের সংশোধন করা প্রয়োজন। রোকেয়ার প্রথম প্রকাশিত রচনার যে তারিখ উল্লেখ করেছিলাম সেখানে তা পুরোপুরি ঠিক নয়। ‘পিপাসা’ নামে রোকেয়ার রচনারটি ‘নবপ্রভা’ প্রত্রিকায় প্রকাশিত হয়েছিল অভিনভাবে। রচনাটি বড় অংশ (১০২-৮পৃ.) প্রকাশ পেয়েছে চৈত্র ১৩০৮ সংখ্যায়( ২ খণ্ড ২ সংখ্যা), আর শেষে অংশটুকু (১০৯-১১ পৃ.) প্রকাশ পেয়েছে বৈশাখ ১৩০৯ সংখ্যায় (২ খণ্ড ৩ সংখ্যা) । ‘নবপ্রভা’র প্রকাশক জানিয়েছিলেন- ‘যথানিয়মে প্রকাশিত করিবার আশায় চৈত্র ও বৈশাখের “নবপ্রভা” একত্রে প্রকাশিত হইল।
ঢাকার ‘নালন্দা’ প্রকাশন বইটি ঢাকায় প্রকাশ করার ইচ্ছা করায় এই নতুন সংস্করণটি হতে পারল। তার জন্যে এই প্রকাশন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানাই।
সুতপা ভট্রাচার্য
শান্তি নিকেতন