“গ্রিস ও ট্রয়ের উপাখ্যান” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
বইটিতে তিনটি খণ্ড রয়েছে। এর মধ্যে দ্বিতীয় খণ্ডটিই প্রধান। এটি মহাকবি হোমারের মহাকাব্য ‘ইলিয়াড’-এর সংক্ষিপ্তসার। প্রথম খণ্ডে ‘ইলিয়াড’- পূর্ব কিছু কাহিনী রয়েছে, আর তৃতীয় খণ্ডে আছে ‘ইলিয়াড’-উত্তর কিছু ঘটনা। এ খণ্ডে ট্রয়ি বীর ঈনিয়াসের কথা বলা হয়েছে, যার অভিযান কাহিনী নিয়ে ভার্জিল তাঁর মহাকাব্য ‘ঈনিড’ রচনা করেন।