“পাকিস্তাননামা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
এক পাকিস্তান নানা চেহারা। এক দেশ নানা জাতিসত্ত্বা। পাকিস্তানে যেমন মৌলবাদজঙ্গিবাদের প্রবক্তারা আছেন, তেমনি আছেন গণতন্ত্রমনা মানুষও। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশটিতে গণতন্ত্র কখনই টেকসই হতে পারেনি। গণতান্ত্রিক শক্তির দুর্বলতার কারণে বারবার সামরিক শাসন জেঁকে বসেছে। তীব্রতর হয়েছে জাতিসত্তাগুলাের বিরােধ ও লড়াই। আফগানিস্তানে সােভিয়েত আধিপত্য ঠেকাতে জেনারেল জিয়াউল হক আশির দশকে যে সশস্ত্র তালেবান জঙ্গিগােষ্ঠী গড়ে তুলেছিলেন, তারা এখন সীমান্ত ছাড়িয়ে পাকিস্তানের রাষ্ট্রকাঠামাের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বােমার ঘায়ে বা বন্দুকযুদ্ধে নিরীহ ও নিরাপরাধ মানুষ মারা যাচ্ছে। এই পটভূমিতে পাকিস্তানে সিন্ধি, বালুচ ও পাকতুনদের স্বায়ত্বশাসন আন্দোলন, সামরিক বেসামরিক সম্পর্ক, আইএসআইএর ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যত বিশ্লেষিত হয়েছে সােহরাব হাসানের পাকিস্তাননামায়। সেই সঙ্গে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে।