“ছোটদের মহানবী (সা.)”বইটির সম্পর্কে কিছু কথা:
এ দেশের শতকরা ৯০ জন লোেক মুসলমান। ফলে দেশের কৃষ্টি-সংস্কৃতি সংগত কারণেই মুসলমানী আদর্শ-ভিত্তিক হওয়া জরুরী। কৃষ্টি-সংস্কৃতির বাহন হচ্ছে সাহিত্য। দুঃখজনক হলেও সত্য, সাহিত্যে যে হারে মুসলমানের প্রতিনিধিত্ব থাকা দরকার এ দেশের সাহিত্যে তা নেই। বড়দের জন্য রচিত সাহিত্যে ইসলাম ও মুসলমানদের উপস্থিতি কিছুটা টের পাওয়া গেলেও শিশু-কিশাের সাহিত্যে তা বিরল। অথচ শিশু-কিশােররাই জাতির ভবিষ্যত। তাদের মানস গঠনের জন্য এমন কিছু পঠনসামগ্রী তাদের হাতে তুলে দেয়া প্রয়ােজন, যেগুলাে তাদেরকে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে এবং মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে।
দেড় হাজার বছরের মুসলিম ইতিহাস-ঐতিহ্য সারা বিশ্বের মানচিত্রেই গৌরবের দাবীদার। এ গৌরব-গাথা তুলে ধরার দায়িত্ব নিয়ে শিশু-কিশােরদের জন্য তাদের পাঠের উপযােগী পুস্তক প্রকাশের উদ্যোগ নিয়ে মদীনা পাবলিকেশন্স কিছু নতুন পুস্তক দেশের শিশু-কিশােরদের হাতে অর্পণ করছে। দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার শিশু-কিশােররা মদীনা পাবলিকেশন্সের এসব পুস্তক পাঠে চরিত্র গঠনসহ ইতিহাসঐতিহ্যকে জানতে পেরে নিজেদের পূর্ণ ঈমানী শক্তিতে বলীয়ান করে তুলতে পারলে আমাদের শ্রম সার্থক বিবেচিত হবে।