“গুলিস্তাঁ ও বোস্তাঁ” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
সমগ্র জাতি তথা তরুণ ও যুব সমাজের এ অবক্ষয়ের কথা চিন্তা করেই মানবতার কবি হযরত শেখ সাদী (রহ) এর শিক্ষা ও নীতিজ্ঞানে পরিপূর্ণ বিশ্বনন্দিত কাব্যগ্রন্থ “গুলিস্তা ও বােস্তা”র সহজ বঙ্গানুবাদ করে তাদের হাতে তুলে দেয়ার এ প্রয়াস। এদেশের সকল শ্রেণীর পাঠক সমাজ যদি এর দ্বারা সঠিক ও সৎ পথের দিশা খুঁজে পান, তবেই আমাদের এ শ্রম সার্থক হবে। মহান রব্বুল আলামীন আমাদের এ শ্রমকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিফল দান করুন। আমীন।