“গুনিয়াতুত ত্বালিবীন (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)”বইটির ভূমিকা:
অলিকুল শিরােমণি, গাউসুল আজম, বড়পীর হযরত আবদুল কাদির জিলানী (র.) এর রচিত গুনিয়াতুত্ ত্বালিবীন একখানা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা সকল মুসলমান নর নারীর অধ্যয়ন করা একান্ত প্রয়ােজন। কিন্তু গ্রন্থখানা আরবী ভাষায় রচিত, যে কারণে বাংলা ভাষা-ভাষী পাঠকগণের ইচ্ছা থাকা সত্ত্বেও তাহা পাঠ করা সহজ নয়। তাই বাংলাদেশের মানুষ যেন এ অমূল্য গ্রন্থখানা পাঠ করে দুনিয়া- আখেরাতে সফলকাম হতে পারে ,এ লক্ষ্যকে সামনে রেখেই গ্রন্থখানা অনুবাদ করতে প্রয়াসী হই। আল্লাহ পাকের অশেষ মেহেরবাণীতে অনেক প্ররিশ্রমের পর গ্রন্থখানা সহজ, সরল ও সাবলীল বাংলা ভাষায় অনুবাদ করতে সক্ষম হই। আশা করি, বাংলা ভাষাভাষি মুসলিম ভাই বােনেরা এ গ্রন্থখানা অধ্যয়ন করে নিজেদের ধর্মীয় জ্ঞান লাভে পরিপূর্ণতা অর্জনে সক্ষম হবেন।
পরিশেষে রাহমানুর রাহীম মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের নেক নিয়ত কবুল করেন এবং এই গ্রন্থখানাকে অধ্যয়ন করে মুসলিম জনসাধারণের বিশেষ কল্যাণ এবং উপকার লাভের মাধ্যম বানিয়ে দেন। আমিন।