“জামিন আইন” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
জনাব ছিদ্দিকুর রহমান মিয়া জামিন আইন’ বইখানিতে একদিকে তিনি যেমন জামিন আইনের বিভিন্ন দিকগুলি ধারাবাহিকভাবে আলােচনা ও বিশ্লেষণ করিয়াছেন, অন্যদিকে জামিন আইনের বিভিন্ন দিকগুলি সম্পর্কেও বিভিন্ন উচ্চতর আদালতের সিদ্ধান্তসমূহ ধারাবাহিকভাবে সন্নিবেশিত করিয়াছেন। এইভাবে জামিন সংক্রান্ত আইনগুলি বিশ্লেষণ করার সাথে সাথে উচ্চতর আদালতের নজিরগুলি তুলিয়া ধরায় বইটি একটি নূতন আঙ্গিকে রূপ নিয়াছে। লেখক দীর্ঘদিনের বিচারকার্যের অভিজ্ঞতায় বইটির বিষয়বস্তু সুন্দরভাবে ফুটাইয়া তুলিতে আরও সাহায্য করিয়াছেন। এই গ্রন্থটি অপরাধ বিজ্ঞানের জামিন বিষয়ক আইনের উপর লিখিত একটি উল্লেখযােগ্য সফল প্রচেষ্টা। এই গ্রন্থটি বিচারক, আইনজীবী ও আইনের ছাত্র-শিক্ষকদের অশেষ উপকারে আসিবে। আমি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করি।